শিরোমণিতে দিনে দুপুরে ব্যবসায়ীর ঘরের জানালার গ্রিল কেটে নগদ টাকা সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। নগরীর খানজাহান আলী থানাধীন পশ্চিম শিরোমণি বাইপাস সড়কের পাশে ৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় কয়লা ব্যবসায়ী মামুন বিল্লাহ’র বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ওয়ারড্রবে থাকা নগদ ২৫ হাজার টাকা, ৩ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
ব্যবসায়ী মাসুম বিল্লাহ জানান সকাল সাড়ে ১০ টায় একই এলাকায় আমার শশুর শেখ আফজাল হোসেনের বাড়িতে স্ত্রী সুরাইয়া জাহানকে রেখে নওয়াপাড়া অফিসে চলে যাই। স্ত্রী সুরাইয়া জাহান বেলা সাড়ে ১১ টায় বাড়িতে এসে দেখে ওয়ারড্রব ভাঙ্গা, জানালার গ্রিল কাটা এবং ঘরের অন্যান্য আসবাব পত্র এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা এবং ড্রয়ারে রাখা টাকা ও স্বর্ণালঙ্কার নাই।
এ ঘটনায় খানজাহান আলী থানায় খবর দিলে থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস ঘটনা স্থল পরিদর্শন করেন এবং থানায় একটি অভিযোগ করার পরামর্শ দেন। এলাকাবাসী জানায় শিরোমণি পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, বাইপাস সড়ক এলাকায় পুলিশি টহল না থাকায় প্রতিনিয়তই চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি পেয়েছে।
খুলনা গেজেট/এমআর