খানজাহান আলী থানাধীন শিরোমণি পুরাতন ট্রাক চেক পোষ্টের পাশে নজরুল ভ্যারাইটি ষ্টোরের (মুদি দোকান) টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটে।
দোকোনের মালিক নজরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরের দিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তার দোকানের শাটার খুলে দেখতে পান দোকানের চালের টিন কাটা এবং সকল মালামাল ছড়ানো ছিটানো। এ সময় ক্যাশে থাকা নগদ ৭ হাজার টাকা, সিগারেটের কার্টনসহ প্রায় ৫০ হাজান টাকার মালামাল চেরেরা চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। এর পূর্বে ৬ সেপ্টেম্বর দিনে দুপুরে পশ্চিম শিরোমণি বাইপাস সড়কের পাশে কয়লা ব্যবসায়ী মামুন বিল্লাহর গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়।
এলাকাবাসী জানায়, শিরোমণি পূর্বপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, বাইপাস সড়ক এলাকায় পুলিশি টহল না থাকায় প্রতিনিয়তই চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি পেয়েছে।
খুলনা গেজেট / এআর