খুলনা, বাংলাদেশ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ, বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে
  মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির
  আজ সব ব্যাংকে লেনদেন বন্ধ

শিরোপা না জিতলেও মেসির মুকুটে নতুন পালক

ক্রীড়া প্রতিবেদক

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা শিরোপা না জিতলেও লিওনেল মেসির মুকুটে যোগ হয়েছে নতুন পালক। টানা পঞ্চমবার লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি উঠতে যাচ্ছে বার্সা অধিনায়কের হাতে।

লিগে বার্সা এবার তৃতীয় হলেও সর্বোচ্চ ৩০ গোল করেছেন মেসি। সব মিলিয়ে রেকর্ড অষ্টমবার পিচিচি ট্রফি জিতলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। টানা জয়ের রেকর্ডে মেসি পেছনে ফেলেছেন দুই কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানো ও হুগো সানচেজের রেকর্ড।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কেউ এতবার সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি। জার্মানির বুন্দেসলিগায় সাতবার টপ স্কোরার হয়েছেন বার্য়ান কিংবদন্তি জার্ড মুলার।

লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার পিচিচি ট্রফি জিতেছেন বিলবাওয়ের তেলমোজারা। দলীয় সাফল্য বলতে মেসির বার্সা এবার শুধু কোপা দেল রে জিতেছে।

লা লিগায় এবার মেসির পরেই ২৩টি করে গোল করেছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা ও সেভিয়ার জেরোর্ডো মোরনো। শুধু গোল করা নয়। বলের যোগানেও এ মৌসুমে সবার ওপরে মেসি।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!