নতুন বছরটি ভালো যাচ্ছে না লিভারপুলের। একের পর এক ম্যাচ হেরে রীতিমতো ব্যাকফুটে জার্গেন ক্লপের শিষ্যরা। ছন্দহীন লিভারপুল বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয় টটেনহ্যাম হটস্পারের।
তবে তুলে নিয়েছে স্বস্তির জয়। টটেনহ্যামকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে স্বস্তি পাওয়ার পাশাপাশি শিরোপা জয়ের আশাও বাঁচিয়ে রেখেছে তারা। ২০ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে অলরেডরা। ১৯ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম রয়েছে ষষ্ঠ স্থানে।
অবশ্য টটেনহ্যামের বিপক্ষে গোলের দেখা পেতে বেশ সময় নেয় লিভারপুল। প্রথমার্ধের যোগ করা সময়ে রবার্তো ফিরমিনো গোল করে এগিয়ে নেন লিভারপুলকে। বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ায় ক্লপের শিষ্যরা। ৪৭ মিনিটে গোল করেন ট্রেন্ট আলেজান্ডার আর্নল্ড।
৪৯ মিনিটে ব্যবধান কমায় টটেনহ্যাম। পিয়েরে এমিলের চোখ ধাঁধাঁনো এক গোলে লড়াইয়ে ফেরে স্পার্সরা। তবে ৬৫ মিনিটে সাদিও মানে গোল করে লিভারপুলকে নিয়ে যান ধরা-ছোঁয়ার বাইরে।
শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।
খুলনা গেজেট/কেএম