খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  এই ইসির অধীনে নির্বাচন করবে না এনসিপি : নাসিরুদ্দীন পাটোয়ারী
  নিরপেক্ষতায় উদ্বেগ এনসিপির : মন্তব্যে নারাজ ইসি
  করিডোর নিয়ে কারো সাথে কোনো আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

শিরিন-ইসমাইলকে পেছনে ফেলে টোকিও অলিম্পিকে জহির

ক্রীড়া ডেস্ক

আসন্ন টোকিও অলিম্পিকে আরও একটি ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সাঁতারের দুইটির পর এবার ওয়াইল্ড কার্ড এসেছে অ্যাথলেটিক্সে। ট্র্যাক এন্ড ফিল্ড থেকে একটি ওয়াইল্ড কার্ড দেওয়া হবে বাংলাদেশকে এটি আগেই নিশ্চিত ছিল।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন তিন জন স্প্রিন্টারের নাম দিয়েছিল আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনকে। আন্তর্জাতিক সংস্থাকে অনুরোধ করেছিল তিন জনের মধ্যে থেকে একজনকে বাছাই করতে। তারা আবার এই দায়িত্ব বাংলাদেশের কাঁধেই দিয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সিলেকশন কমিটি ৪০০ মিটার ইভেন্টের জহির রায়হানকে টোকিও অলিম্পিকের জন্য মনোনীত করেছে। জহিরের অন্য দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন দ্রুততম মানব-মানবী ইসমাইল ও শিরিন।

জহির রায়হানকে মনোনীত করা প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘আমরা চেয়েছিলাম আন্তর্জাতিক ফেডারেশনই নির্বাচন করুক। তাদের অনুরোধে আমাদেরকে মনোনীত করতে হয়েছে। আমাদের সিলেকশন কমিটি তিন জনের বর্তমান পারফরম্যান্স, অতীতের রেকর্ড ও ভবিষ্যৎ সম্ভাবনা সব কিছু বিশ্লেষণ করে জহিরকে মনোনীত করেছে। সিলেকশন কমিটির মনোনীত নাম আমরা বাংলাদেশ অলিম্পিক ও আন্তর্জাতিক সংস্থায় পাঠিয়ে দিচ্ছি।’ গত রিও অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে অংশগ্রহণ করেছিলেন স্প্রিন্টার শিরিন আক্তার।

জহির রায়হান ৪০০ মিটার ইভেন্টে রেকর্ডধারী অ্যাথলেট। তার টাইমিং ৪৬.৮৬ সেঃ। তিনি বিশ্ব যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সেমি-ফাইনালে খেলেছিলেন ২০১৭ সালে। এছাড়া এশিয়ান গেমস, সাফসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে জহিরের।

টোকিও অলিম্পিকে নিজ যোগ্যতায় খেলবেন আরচ্যার রোমান সানা। সাঁতারে দুই ওয়াইল্ড কার্ড পেয়েছেন জুনাইনা ও আরিফ। অ্যাথলেটিক্সে পেলেন জহির। শ্যূটিং, আরচ্যারি থেকে ওয়াইল্ড কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!