শিমুলিয়া বাংলাবাজার মাঝিকান্দি নৌরুটে ফেরি লঞ্চ স্পিডবোট চলাচল শুরু হয়েছে। আজ বেলা ৪টার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি কমে যাওয়ায় ফেরি লঞ্চ স্পিডবোট চলাচল শুরু করে দেয় বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তার আগে প্রায় সোয়া এক ঘণ্টা ফেরি লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ ছিল।
আজ মঙ্গলবার(১০ মে) দুপুর পৌনে তিনটার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বেড়ে যাওয়ায় ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল কিন্তু আড়াইটার পরে বৃষ্টি এবং ঝড়ো বাতাসে বেড়ে গেলে লঞ্চ স্পিডবোট বন্ধ করে দেই। ঝড়ো হাওয়া কমলে আবার চারটার দিকে চালু করা হয়।
বিআইডব্লিউটিসি সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, বেলা আটটার দিকে ঝড়ো হাওয়া বইতে থাকলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। আজ দুপুর পৌনে তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ঝড় বৃষ্টি কমে আবহাওয়া স্বাভাবিক হলে বেলা চারটার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।