খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে পিসিআর ল্যাবে আরব আমিরাতের অনুমোদন

গেজেট ডেস্ক

অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাব সংযুক্ত আরব আমিরাতের অনুমতি পেল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) এক চিঠিতে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

চিঠিতে জানানো হয়েছে, বুধবার দুপুর ১২টা থেকেই বিমানবন্দরে বসানো পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষা করতে পারবেন সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীরা।

এতে আরও বলা হয়েছে, শাহজালালে বসানো আরটি-পিসিআর ল্যাবগুলো থেকে যাত্রার শুরুর ৬ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে যাত্রীদের।

শাহজালালে আরটি পিসিআর-ল্যাব বসাতে ইতোমধ্যে সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সে অনুযায়ী প্রতিষ্ঠানগুলো ল্যাব বসানোর কাজও শেষ করেছে, কিন্তু সব কিছু আটকে ছিল সংযুক্ত আরব আমিরাতের অনুমোদনের জন্য। দেশটি পিসিআর টেস্টের অনুমোদন দেয়ায় আটকে পড়া আরব আমিরাত গমনেচ্ছু প্রবাসী কর্মীদের ভোগান্তি কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

যে সাতটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছিল সেগুলো হলো স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড এবং ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

এগুলোর মধ্যে স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ও সিএসবিএফ হেলথ সেন্টার করোনার ভুয়া সনদ দেয়ার কারণে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বিষয়ে গত ১৫ সেপ্টেম্বর প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী পাঁচ দিনের মধ্যে এসব প্রতিষ্ঠান আরটি-পিসিআর ল্যাব স্থাপন করবে। আর একেকটি প্রতিষ্ঠান একেক রকমের ফি নেবে।

একটি প্রতিষ্ঠান করোনা পরীক্ষার জন্য সর্বনিম্ন ১ হাজার ৭০০ টাকা ফি নেবে। আর সবচেয়ে বেশি নেবে যে প্রতিষ্ঠান, তাদের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩০০ টাকা।

কোনো প্রতিষ্ঠান ভুয়া সনদ বা রিপোর্ট দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানাসহ শাস্তি দেয়া হবে বলে আগেই সতর্ক করেছেন বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান।

তিনি বলেন, ‘আরব আমিরাতের যাত্রীদের করোনা টেস্টের ফি একই হবে, যদি কোনো যাত্রী ভুল রিপোর্টের কারণে বিদেশ থেকে ফিরে আসে তাহলে ও-ই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানাসহ শাস্তি দেয়া হবে।’

আরটি-পিসিআর ল্যাব কেন জরুরি

করোনাভাইরাসের কারণে যেসব দেশ বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল, তাদের মধ্যে কয়েকটি দেশ সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়। নিষেধাজ্ঞা শিথিল করা হলেও বেশ কিছু শর্ত মানতে বলা হয়, বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের, এর মধ্যে যাত্রার ছয় ঘণ্টার মধ্যে বিমানবন্দরে পিসিআর টেস্ট উল্লেখযোগ্য।

বিমানবন্দরে করোনাভাইরাসের আরটি-পিসিআর টেস্টের সুবিধা না থাকায় সম্প্রতি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) যাত্রীদের নেবে না বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা এমিরেটস।

এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে অবস্থান নিয়ে মঙ্গলবার অনশন করে। দাবি পূরণ না হওয়ার পর্যন্ত অবস্থানের ঘোষণা দেয়ার পর বুধবারের মধ্যে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়।

করোনাভাইরাস শনাক্তে এখন পর্যন্ত বিশ্বে যে কটি নমুনা পরীক্ষা পদ্ধতি আছে, তার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষাই সবচেয়ে নির্ভরযোগ্য। এই পদ্ধতিতে রোগীর নাসারন্ধ্র বা মুখের ভেতর থেকে মিউকাস বা লালা সংগ্রহ করা হয়।

আরটি-পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষায় এন্টিজেন টেস্টের চেয়ে একটু সময় লাগলেও অনেকটা নিখুঁত ফল পাওয়া যায়। এতে প্রায় ৪০ মিনিটের মতো সময় লাগে।

বিশ্বে বাংলাদেশের যে শ্রমবাজার রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের দেশগুলো। গত ২০২০-২১ অর্থবছরে মধ্যপ্রাচ্যের আটটি শ্রমবাজার থেকে রেমিট্যান্স এসেছে এক হাজার ২৪৫ কোটি ডলার। চলতি বছরের জুলাই মাসে এসেছে ১০৬ কোটি ৩০ লাখ ডলার আর আগস্ট মাসে এসেছে ১০২ কোটি ৬৪ লাখ ডলার। এই বাজারের কর্মীরা কোনো কারণে সংকটে পড়লে তার প্রভাব পড়তে পারে দেশের রেমিট্যান্স প্রবাহে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!