চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পরিত্যক্ত সিগারেটের প্যাকেট থেকে স্বর্ণের ১৪টি বার উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দরের ২ নম্বর আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্ট থেকে শুক্রবার সকালে এসব স্বর্ণ যৌথভাবে উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম।
স্বর্ণ উদ্ধার সংশ্লিষ্ট এনএসআই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছিল। ধারণা করা হচ্ছে ওই ফ্লাইটের কোনো যাত্রী অবৈধভাবে এসব স্বর্ণ দেশে এনে আর বের করতে পারেননি৷ ভয়ে কনভেয়ার বেল্টে রেখে পালিয়েছেন।
তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় কনভেয়ার বেল্টে একটি সিগারেটের প্যাকেটে চোরাই স্বর্ণ থাকতে পারে বলে খবর পায় এনএসআই। এর ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব স্বর্ণ উদ্ধার করে এনএসআই।
এনএসআইয়ের ওই কর্মকর্তা বলেন, ‘উদ্ধার স্বর্ণ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উদ্ধার এসব স্বর্ণের পুরোটাই সরকারের রাজস্ব আয় হিসেবে জমা হবে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/এনএম