খুলনা, বাংলাদেশ | ২৮ মাঘ, ১৪৩১ | ১১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  পাবনা সাঁথিয়ায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত
  নোয়াখালীতে ট্রাকচাপায় বাইসাইকেলে থাকা স্কুলগামী দুই ছাত্র নিহত
  ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ টি ইউনিট

শাশুড়ি-ছেলেসহ পলকের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ

গেজেট ডেস্ক 

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১৫.১৫ একর জমি, তার নামে থাকা ১২টি, ছেলের নামে ২টি এবং শ্বাশুড়ির নামে চারটি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত। জমির মোট বাজার মূল্য ১ কোটি ৯৫ লাখ ৪৫ হাজার ৯৬৬ টাকা। আর ১৮টি ব্যাংক হিসাবের আছে ৪ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৯৩৭ টাকা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, নাটোর-৩ আসনের সাবেক এমপি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পলকের নামে সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর এবং মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামের অর্জিত সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

জব্দাদেশ হওয়া পলকের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, ১৫ দশমিক ১৫ একর সম্পদ। এর মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় মোট ১৪ দশমিক ৯৮৫ একর জমি, দুটি বিল্ডিং ও চারটি দোকান রয়েছে। তার ছেলে অপূর্ব জুনাইদের নামে চার লাখ ৮৭ হাজার ৩৬৫ টাকার ৬ শতক জমি রয়েছে। এছাড়া ৩৫ লাখ টাকার পূর্বাঞ্চলে ১০ কাঠা জমি আছে।

অস্থাবর সম্পদের মধ্যে পলকের ১২টি ব্যাংক হিসাবের মধ্যে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬১৭ টাকা, তার ছেলে অপূর্ব জুনাইদের ২টি ব্যাংক হিসাবে ৫৫ লাখ ৩৭ হাজার ১১৭ টাকা এবং তার শাশুড়ি লাইলা জেসমিনের চারটি ব্যাংক হিসাবে ১ কোটি ৮৩ লাখ ২০৩ টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!