খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভারমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ১৫ ব্যাচের শিক্ষার্থী সাবিকুন্নাহার পপিকে শাশুড়ি ও স্বামী কর্তৃক শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুবির শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ শুক্রবার (৩০ আগস্ট) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তরা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভারমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ১৫ ব্যাচের মেধাবী শিক্ষার্থী এবং ফার্মেসি ডিসিপ্লিনের সহকারী অধ্যপকের ছোট বোন পাঁচ মাস বয়সী কন্যা সন্তানের জননী সাবিকুন্নাহার পপিকে শাশুড়ি ও জামাই কর্তৃক শারীরিক নির্যাতনের মাধ্যমে নৃসংশ ভাবে হত্যা করা হয়েছে। বক্তারা বলেন এরকম যেন পপির মতো আর কোন ছাত্রী, নারী, মা, বোনকে ভবিষ্যতে জীবন দিতে না হয়। এজন্য সমাজের সকল মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জাননো হয়। তাই বিষয়টির দ্রুত সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, ছাত্র, ছাত্রী এবং তার পরিবারের সদস্যসহ অন্যান্যরা অংশ নেন। এর আগে গত ২৮ আগস্ট টাংগাইলে স্বামীর বাসা থেকে পপির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান বক্তারা।
খুলনা গেজেট/কেডি