যশোরের শার্শা উপজেলায় নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত বেনাপোলের সীমান্তবর্তী গোগা ইউনিয়নের আহত আলী ফকির (৫২) শুক্রবার ভোরে নিজ বাড়িতে মারা গেছেন। নিহত আলী ফকির উপজেলার পাঁচ ভুলাট গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। শার্শা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত আলী ফকিরের পরিবারের সদস্যরা জানান, গত ২৩ অক্টোবর গোগা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমানের মনোনয়ন নিতে তিনিসহ সমর্থকরা যশোরে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে গোগা বাজারে রশিদ চেয়ারম্যানের লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় প্রতিপক্ষের পিটুনীতে তবিবর রহমান সমর্থিত আলী ফকির গুরুতর আহত হন। এসময় আরো ১২জন জখম হন। তাকে হাসপাতালে ভর্তি করার পর কিছুটা সুস্থ হলে তিনদিন আগে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার আলী ফকির মারা যান। এ হামলার ঘটনায় তিনি শার্শা থানায় রশিদ চেয়ারম্যানের সমর্থিতদের নাম উল্লেখ করে মামলা করেছিলেন।
এ ব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, নির্বাচনী সহিংসহায় আহত আলী ফকির মারা গেছেন। এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এনএম