শার্শা উপজেলার বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে একটি পিকআপে বোঝাই করা ১৫০ বোতল ফেনসিডিলসহ চালক শেখ সোহাগ হোসেন (২৩) নামে একজনকে আটক করেছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে উপজেলার বসতপুর গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে গাড়িসহ সোহাগকে আটক করা হয়। সে যশোরের কোতয়ালী থানার ভায়না এলাকার শেখ মনির হোসেনের ছেলে।
শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি পিকআপ গাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিলের নিয়ে বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর গ্রামের ওপর দিয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদে নিজে ফাঁড়ি থেকে একটি টহল দল নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ ও তার চালক সোহাগকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপস নেই।মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।
খুলনা গেজেট/এনএম