দীর্ঘ ২১ বছর পর রবিবার (১৬ জানুয়ারি) যশোরের ঝিকরগাছা পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
ঝিকরগাছা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৯৩৯ জন। এই নির্বাচনে মোট ১৪টি ভোটকেন্দ্রে ৮৬টি বুথে হয় ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৬১ জন কাউন্সিলর প্রার্থী ও ১৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঝিকরগাছা পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোস্তফা জামাল পাশা। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী কম্পিউটার প্রতীকের ইমরান হাসান নিপুন, আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক নারকেল গাছ প্রতীকের এ.কেএম আমানুল কাদির টুল্লু, আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা যুবলীগের আহবায়ক জগ প্রতীকের ছেলিমুল হক সালাম, রেল ইঞ্জিন প্রতীকের আব্দুল্লাহ আল সাঈদ ও মোবাইল ফোন প্রতীকের ইমতিয়াজ আহমেদ শিপন।
ঝিকরগাছা পৌরসভায় সর্বশেষ ২০০১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী মোস্তফা জামাল পাশা। সেই থেকে গত একুশ বছর সীমানা জটিলতার মামলায় তিনি মেয়র পদে অধিষ্ঠিত রয়েছেন।