খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ঘন কুয়াশায় নৌযান চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা দুই ফেরি

শান্তি ও কল্যাণের বাণী নিয়ে মোংলায় বড়দিন উদযাপিত

মোংলা প্রতিনিধি

শান্তি ও কল্যাণের বাণী নিয়ে যথাযথভাবে যিশুর আগমনী দিন উদযাপন করেছে মোংলার খ্রিস্টান সম্প্রদায়। শনিবার সকাল ৮ টায় দিনটি উপলক্ষে শহরের শেহেলাবুনিয়া প্রধান গির্জা সেন্ট পলস ক্যাথলিক চার্চে বড়দিনের প্রার্থনায় যোগ দিতে স্বাস্থ্যবিধি মেনে সমাবেত হন ভক্তরা। ফুল, নানান রংয়ের বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে সাজানো হয়েছে গির্জার উপাসনালয়।

এসময় বড়দিনের উৎসবে যোগ দিতে প্রধান গির্জায় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ মন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুননার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও ইউএনও কমলেশ মজুমদার, গির্জার প্রধান পালক পুরোহিত ডানিয়েল মন্ডল ও ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা। মহামারির কারণে এদিন বড়দিনের আয়োজন এবার চাকচিক্য কম দেখা গেছে এখানকার আরও সাতটি গির্জায়।

ধর্মযাজক ডামিয়েল মন্ডল বলেন, বড়দিনের যেসব ধর্মীয় আচার অনুষ্ঠানে বাইরের লোক সমাগম হয় সে ধরনের উদযাপন নিরুৎসাহিত করা হচ্ছে। মাস্ক ছাড়া কেউ গির্জায় প্রবেশ করতে পারবে না।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!