ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে বাংলাদেশ দল। ওপেনার নাজমুল হোসেন শান্ত গোল্ডেন ডাক, ইনিংসের প্রথম বলে কোন রান না করেই আউট। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগার এই ওপেনার।
শান্ত ফেরার পরই তার পথ ধরে ফিরে গেছেন তিনে নামা ইয়াসির রাব্বিও। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৪ রান করে ফিরে গেছেন এই ব্যাটার। দলীয় ৫ রানে দুই উইকেট হারিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে চাপে বাংলাদেশ দল।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ দলের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান। এই মুহুর্তে ব্যাট করছেন অভিষিক্ত জাকির হাসান (৯) এবং তারকা ব্যাটসম্যান লিটন দাস (২৪)।
এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ভারতীয় দল সংগ্রহ করে ৪০৪ রান। প্রথম দিনে ২৭৮ সঙ্গে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে লোকেশ রাহুলের দল সংগ্রহ করেছে ১২৬ রান। প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন চেতেশ্বর পূজারা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ।
ভারত ১ম ইনিংস: ১৩৩.৫ ওভারে ৪০৪/১০ (শ্রেয়াস ৮৬, অশ্বিন ৫৮, কুলদিপ ৪০, উমেশ ১৫*, সিরাজ ৪; ইবাদত ২১-২-৭০-১, খালেদ ২০-৩-৪৩-১, সাকিব ১২-৪-২৬-০, তাইজুল ৪৬-১০-১৩৩-৩, মিরাজ ৩১.৫-৬-১১২-৪, ইয়াসির ১-০-৭-০, শান্ত ২-০-৭-০)।