খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতে ২০ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল, থাকবে বিশেষ টহল
  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন শরিফুল

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেছে পুরোদমে। যদিও বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আগামী ৮ জুন। এদিকে, বিশ্বকাপে খেলতে যাওয়া ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রচার করছে বিসিবি। মঙ্গলবার (৪ জুন) পর্বে ছিলেন পেসার শরিফুল ইসলাম। যেখানে তিনি সতীর্থদের সঙ্গে সম্পর্ক ও নাজমুল হোসেন শান্ত’র অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন।

বাংলাদেশ দলে ক্রিকেটারদের পারস্পরিক সম্পর্ক কেমন সেই বিষয়টা বলতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের উদাহরণ টানেন শরিফুল, ‘সত্যি কথা বলতে আমরা দলে খুব কমই সিনিয়র–জুনিয়র দেখি। সবাই মতে আমরা একটা পরিবার। তাই আচরণও বন্ধুর মতো। রিয়াদ ভাই সবার সঙ্গে ভালো মেশেন, উনি কিন্তু আমাদের সবার চেয়ে বড়। তো উনি এমনভাবে মেশেন, মনেই হয় না যে উনি আমাদের চেয়ে অত ভিন্ন বয়সের। উনি পুরো দলকে চাঙ্গা করে রাখেন। আর মনে হয় যে অনেক ছোট থেকে আমরা একসঙ্গে খেলতেছি।’

একইভাবে সিনিয়র ক্রিকেটারদের থেকে অনেক সমর্থন পাওয়ার কথাও উল্লেখ করেন শরিফুল, ‘খেলার সময় তো বড় ভাইরা অবশ্যই সমর্থন দেন। আমি যখন নিউজিল্যান্ডে খেলতেছিলাম, মুশফিক ভাই আমাকে একটা ভালো কথা বলেছে। ওইটা আমার কানে এখনও সবসময় লাগে। সেটা গোপনই থাক।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে শরিফুল বলেন, ‘খুব ভালো, স্বাধীনতা দেয়। আর খুব বন্ধুত্বপূর্ণ আচরণ। সবাই উনাকে খুব পছন্দ করে। কারণ আমরা যদি বোলাররা কিছু একটা করতে চাই, কিছু একটা যদি বলি, উনি ওইটা খুব গুরুত্ব সহকারে দেখে। সব অধিনায়কই এমনভাবে দেখে, শান্ত ভাইও একই। শান্ত ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরে খেলতেছি। সেক্ষেত্রে আচরণ বা যাই বলি সবকিছুই ভালো।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!