বাগেরহাটের শরণখোলায় পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে হরিণের মাংসসহ একজনকে আটক করেছেন।
শরণখোলা থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে ধানসাগর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও ধানসাগর ষ্টেশনের বনরক্ষীরা বন সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সুন্দরবন থেকে ফিরে আসা আঃ রব সরদার (৫২) কে তার নিজ বাড়ীর সামনে থেকে ব্যাগ ভর্তি দুই কেজি হরিণের মাংসসহ আটক করেন। আটক হওয়া আঃ রব সরদার উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের মৃতঃ মোসলেম সরদারের ছেলে।
এ ব্যাপারে ধানসাগর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আজিম উদ্দিন বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, আটক আঃ রব সুন্দরবনের ধানসাগর ষ্টেশন এলাকায় হরিণ শিকার করে তার মাংস ভাগবাটোয়ারা করে বাড়ীতে ফিরছিলো।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, আটক শিকারীর বিরুদ্ধে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
খুলনা গেজেট/এনএম