খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

শবেবরাতের রাতে রাজধানীতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১

গেজেট ডেস্ক

রাজধানীতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অনন্ত (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সাজু (১৬) নামে আরও এক কিশোর আহত হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাত ১২টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, সোমবার রাত ১২ টার দিকে সূত্রাপুর থানার ফরাশগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে অনন্তকে হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ১টায় সে মারা যায়।

নিহতের বন্ধু সাত্তার জানায়, অনন্ত ও সজল ঘাট এলাকায় অবস্থান করছিল। এসময় স্থানীয় ফেরদৌস, আফসার, সাকিবসহ ১০/১২ জন কিশোর তাদের দুজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। মুখ, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে তাদের ফেলে রেখে পালিয়ে যায়।

পরে দু’জনকেই হাসপাতালে নিয়ে আসলে অনন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিনিয়র-জুনিয়র নিয়ে অনন্তের সঙ্গে ফেরদৌস আফসারদের দ্বন্দ্ব চলে আসছিল। তারই অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

শবে বরাতের রাতে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, অনন্তের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!