খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

লোহাগড়ায় ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি

উৎসব মুখর পরিবেশে নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টায় শুরু হওয়া এ নির্বাচন চলবে বিকেল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই বিভিন্ন বয়সী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশের পাশাপাশি, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও র‌্যাব ষ্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করছে।

উপজেলায় ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ সদস্য পদে ৪১১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১৬ টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার রয়েছে মোট ভোটার রয়েছে ১ লাখ ৭১ হাজার ৬৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫ হাজার ৯০৯ জন ও মহিলা ৮৫ হাজার ৭৮৮ জন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!