খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লোহাগড়ায় নৌকার মাঝি হলেন যারা

লোহাগড়া প্রতিনিধি

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চুড়ান্ত করা হয়। লোহাগড়া আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

লোহাগড়া উপজেলায় ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনয়ন প্রাপ্তরা হলেন নলদী ইউনিয়নে নলদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, লাহুড়িয়া ইউনিয়নে সৈয়দ আনিসুর রহমান, শালনগর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ লাবু মিয়া, লোহাগড়া ইউনিয়নে লোহাগড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মুন্সি জোসেফ হোসেন, লক্ষীপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনী আমীন, জয়পুর ইউনিয়নে লোহাগড়া পৌর যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম সুমন, লোহাগড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বদর খন্দকারের স্ত্রী মোসাঃ নাজমিন বেগম, দিঘলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নীনা ইয়াসমিন, মল্লিকপুর ইউনিয়নে মুন্সি শরিফুল ইসলাম, কোটাকোল ইউনিয়নে হাচান আল মাসুদ, ইতনা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, কাশিপুর ইউনিয়নে মোঃ মতিয়ার রহমান।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ২৯ নভেম্বর বাছাইয়ের শেষ তারিখ, ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্দ এবং ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!