খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

লোহাগড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

লোহাগড়া প্রতিনিধি

লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকার ১০ জন সমর্থককে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল নলদী ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ পাখি নির্বাচিত হন। সোমবার সকালে পৃথক ঘটনায় বিজয়ী প্রার্থীর সমর্থকরা পরাজিত নৌকার সমর্থকদের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। ইউনিয়নের নালিয়া বাজারে নৌকার পরাজিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের সমর্থকদের বিজয়ী পাখির সমর্থকরা হামলা চালায় এতে কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে (অব:) পুলিশ সদস্য মিজানুর রহমান( ৫৮), মোর্শেদ আলম খান (৪৮), সোহান খান (১৮), আন্তর খান (১৫), অপর ঘটনায় আরিফ (২৫) ও আব্দুল্লা (৩০) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নৌকার পরাজিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস অভিযোগ করেন, নলদী ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ পাখি নির্বাচিত হওয়ার পর আজ সকালে আমার সমর্থকদের উপর ইউনিয়নের বিভিন্নস্থানে হামলা চালিয়ে আহত করেছে। কয়েক জনের বাড়িতে খুঁজতে লোক পাঠিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

নলদী ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি অভিযোগ অস্বীকার করে বলেন, মেম্বর(ইউপি) সদস্যর সমর্থকরা এসব বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। ইউপি সদস্যদের নিয়ে আমরা সন্ধ্যায় পুলিশ ফাঁড়িতে বসব সমাধানের জন্য।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, স্থানীয় সামাজিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/ এস আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!