খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

লোহাগড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক মাদক ব্যবসায়ী রাজু মোল্লা ( ৩২) লক্ষ্মীপাশা ইউনিয়নের সিঙ্গা গ্রামের ছাত্তার মোল্লা( সাত্তার বয়াতির) ছেলে। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা বেচাকেনা করে আসছিল।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে লোহাগড়া থানার এসআই তৌফিক ও এএসআই মিকাইল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ লোহাগড়া বাজারের শীতল মার্কেটের গলিপথ থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজু মোল্লাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে থাকা ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । গ্রেপ্তারকৃত রাজুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!