খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

‘লোভ লালসার উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে রাজনীতি করেছেন আলী আকবর’

গে‌জেট ডেস্ক

খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোঃ রায়হান ফরিদ বলেছেন, শেখ আলী আকবর ভাই ছাত্রনেতা থেকে জনপ্রতিনিধি হয়েছিলেন। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন জনগণের কর্মীবান্ধব নেতা। সর্বদা হাস্যজ্জল ও বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন। জনপ্রতিনিধি হওয়ার আগেও এলাকার মানুষের বিপদে আপদে পাশে থাকতেন এবং খোঁজ খবর নিতেন। খুলনায় জন্ম হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার রাজপথে তার পদচারণা ছিলো। ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ছাত্রনেতারা তাকে অত্যন্ত ভালবাসতেন। তিনি লোভ লালসার উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তিনি যেভাবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতি করে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন, তেমনি বর্তমান প্রজন্মের রাজনীতি কর্মীদের আলী আকবরকে অনুসরণ করে রাজনীতি করা উচিত।

বুধবার (২৩ আগস্ট) বিকালে শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে রূপসা উপজেলা যুবলীগের আয়োজনে সাবেক কেন্দ্রীয় যুব ও ছাত্রনেতা, রূপসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আলী আকবরের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সম্মানিত অথিতির বক্তৃতা করেন মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।

সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি বলেন, আলী আকবর আজ আমাদের মাঝে নাই, বেচে আছে তার কর্ম, আদর্শ ও নীতিসমুহ, তিনি বঙ্গবন্ধুর একজন আদর্শের কর্মী ছিলেন। শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়ন করতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দল ও দেশকে এগিয়ে নিতে হবে।

রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ,রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আয়ূব মল্লিক বাবু। সাবেক ছাত্রনেতা বাসুদেব রায় চৌধুরীর পরিচালনায় বক্তৃতা করেন জেলা যুবলীগ নেতা জলিল তালুকদার, খুলনা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন, আওয়ামী লীগ নেতা আলমগীর মল্লিক, মনিশংকর নাগ, যুবলীগ নেতা ব্রজেন দাস, হারুন আর রশিদ, তরিকুল ইসলাম সুমন, হাবিবুর রহমান হাবিব, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, মারুফুজ্জামান ড্যানী, আশিষ রায়, মোল্যা কামরুল ইসলাম, সরদার কামরুল ইসলাম, জাকিয়ার রহমান ওমান, গালিব, আরিফ হোসেন, আমিনুল ইসলাম শাওন, রূপসা উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আশরাফ আলী রাজ, আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম লিপন, মিহির কুমার পাল, মাহির শেখ, হিরন আহম্মেদ হিরু, বিধান রায়, আল মমিন লিটন, সাঈদুর রহমান ছগির, জামাল ফকির, সুব্রত বাকচী, সরদার জসীম উদ্দিন, মেজবাবুর রহমান, মো. আমিরুল ইসলাম বাবু, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, নাজিম মোড়ল, মহিউদ্দীন খান প্রিতম, মৃনাল সরকার, শারাফাত হোসেন উজ্জল, জাহিদুর রহমান, মহিউদ্দীন মানিক, রঞ্জু হালদার, আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, শিকদার রাসেল, জাকের রহমান ওমান, রউফ শিকদার, এহতেশামুল হক অপু, খান মারুফ হোসেন, আঃ রশিদ শেখ, ওয়ায়েসকুরুনী বাবু, হাসান আলী, নাঈম ফারহান, জাফর সরদার,রাজু বিশ্বাস, ফয়সাল শেখ, দিবাকর সাহা, সোহেল রানা, শুভ শীল, আবরার বিশ্বাস, প্রান্ত শীল প্রমূখ।

এর আগে সকাল ৯টায় শেখ আলী আকবরের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্থানীয় মসজিদে শেখ আলী আকবরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!