খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

লুটন-বৃটিশ বাংলাদেশী স্কুল পরিদর্শন করলেন নৌ পরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে লুটন-বৃটিশ বাংলাদেশী হেল্পিং হ্যান্ড হাইস্কুল পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (৪ নভেম্বর) তিনি সদর উপজেলার শ্রীঘাট এলাকায় ওই স্কুলে পৌছে স্কুল ভবন ও আশপাশ এলাকা ঘুরে দেখেন। এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। বিদ্যালয়ের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন।

এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পি রানী দাস উপস্থিত ছিলেন।

প্রত্যন্ত গ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি উপদেষ্টা সাখাওয়াত হোসেন পরিদর্শন করায় খুশি স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

২০০৯ সালে যুক্তরাজ্যের লুটন প্রদেশের একটি সংস্থার অর্থায়নে শ্রীঘাট এলাকায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টিতে বর্তমানে সাত জন শিক্ষক, চারজন কর্মচারী ও ১২০ জনের মত শিক্ষার্থী রয়েছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!