লিবিয়ায় গিয়ে পাঁচদিন নিখোঁজের পর উদ্ধার হয়েছেন এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান। আজ কিছুক্ষণ আগে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি ঐ দেশের পুলিশি হেফাজতে রয়েছেন। এনটিভি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, তিনি সুস্থ ও ভালো রয়েছেন।
গত ২১শে মার্চ লিবিয়ায় যান জাহিদ। পরে ২৩শে মার্চ পরিবারের সঙ্গে তাঁর কথা হয়। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। প্রথম দিকে তাঁর পরিবার বিষয়টি বুঝতে না পারলেও পরে অনেকেই জানান, তাঁরাও জাহিদুরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩রা মার্চ তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথমে লন্ডনে যান জাহিদুর। সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ডে যান তিনি।
এরপর ২১ মার্চ তিনি লিবিয়ায় পৌঁছান। লন্ডন থেকে জাহিদুর রহমানের একাধিক প্রতিবেদন এনটিভিতে প্রচার হয়েছে।
খুলনা গেজেট/ এস আই