ভালো খেলতে খেলতে সহজ ক্যাচ দিয়ে উইকেট বিলিয়ে দিলেন লিটন দাস। তার বিদায়ে শক্ত ভিত গড়তে থাকা শতরানের জুটি ভেঙে গেল বাংলাদেশের। কার্টিস ক্যাম্ফারের বলে ফেরার আগে নাজমুল হোসেন শান্ত’র সঙ্গে গড়েছিলেন ১০১ রানের জুটি লিটন। অবশ্য লিটন ফেরার পর একদিনের ক্রিকেট ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন শান্ত।
ক্যাম্ফারের শর্ট লেংথের বলে ঘুরিয়ে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ দিয়েছেন লিটন। যেন তিনি অতি-আত্মবিশ্বাসেরই মাশুল দিলেন। সেঞ্চুরিকে বেশ নাগালের মধ্যেই মনে হচ্ছিল, সেটিই ছুড়ে এলেন টাইগার উইকেটকিপার ব্যাটার।
৫৯ বলে ফিফটি তুলে শান্ত দলকে ১৫০ রানের সংগ্রহ এনে দিয়েছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন আগের ম্যাচে সর্বোচ্চ রান পাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর আগে রান আউটের কাটায় পড়ে তামিমের বিদায়ের পর বেশ ভালো বোঝাপড়া গড়েন লিটন-শান্ত। নবম বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে ২ হাজার রান পূর্ণ করলেন লিটন। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন ৬৫টি ওয়ানডে ম্যাচ। ৩২.৫০ গড়ে ২০১৫ রানে তিনি থেমেছেন এই ইনিংসে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ১৭৭ রান। শান্ত ৬৫ এবং সাকিব ১৪ রানে অপরাজিত আছেন।
খুলনা গেজেট/ এসজেড