বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই শঙ্কা ছিল। সেই কালো মেঘ সরে যেতেই বল মাঠে গড়ায়, এরপর বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রাজত্ব করেছে আইরিশরা। ওয়ানডেতে তারা টাইগারদের বিপক্ষে ৩২০ রানের সর্বোচ্চ লক্ষ্য দাঁড় করায়। যার জবাবে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ।
তামিম ইকবালের পর কিছুটা দেখেশুনে খেলতে থাকা লিটন দাসও বিদায় নেন। যা সফরকারীদের চাপের মুখে ফেলে দেয়। তবে সেখান থেকে আশা দেখাতে থাকেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। তবে সাকিব ব্যক্তিগত ২৬ রানে ফিরেছেন। তবে টিকে আছে শান্ত। শান্তর অর্ধশতক আর তাওহিদ হৃদয় ১৪ রানে ব্যাট করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৬ রান।
এর আগপর্যন্ত দুই বাঁ-হাতি ব্যাটারে ভর করে ১৬.২ ওভারে বাংলাদেশ শতরান পূর্ণ করেছিল। দুজনের জুটিতে আসে ৬১ রান। দলীয় ১০১ রানে সাকিবকে ফিরিয়েছেন কার্টিস ক্যাম্ফার। পয়েন্টে কভারে খেলতে গিয়ে তিনি জর্জ ডকরেলের তালুবন্দী হয়েছিলেন। অথচ এর আগের ওভারেই তিনি অ্যান্ড্রু ম্যাকব্রাইনের ওপর চড়াও হয়েছিলেন। টানা তিনটি চার মেরে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন সাকিব।
ফিফটির পথে ব্যাট করতে থাকা শান্ত এখন পর্যন্ত ৪২ বলে ৪৪৪ রান করেছেন। তার সঙ্গে ক্রিজে যুক্ত হয়েছেন তাওহীদ হৃদয়। এর আগে তামিম ৭ এবং লিটন ফেরেন ২৬ রান করে। আইরিশদের হয়ে অ্যাডায়ার, হিউম ও ক্যাম্ফার একটি করে উইকেট নিয়েছেন।
খুলনা গেজেট/এমএম