অসাধারণ ক্যাচে ডি সিলভাকে ফেরালেন লিটন বৃষ্টি শুরু হলে ৫৯ মিনিট পর আবার খেলা শুরু হয়। তবে সফরকারীদের শুরুটা ভালো করতে দেননি পেসার মুস্তাফিজুর রহমান। ওপেনার জশুয়া ডি সিলভাকে ৯ রানে ফেরান তিনি। এতে অবশ্য কৃতিত্বটা বেশি পাবেন লিটন দাস। গালিতে দাঁড়িয়ে অসাধারণ এক ক্যাচ নিয়েছেন তিনি।
বৃষ্টি শেষে মাঠে ফিরলো খেলা : বাংলাদেশ বনাম উইন্ডিজ দলের প্রথম ওয়ানডে শুরু হয় বেলা সাড়ে ১১টায়। ম্যাচের ১৮ মিনিট পরেই বৃষ্টি বাগড়ায় পণ্ড হয় ম্যাচ। তবে খুব বেশিক্ষণ স্থায়িত্ব হয়নি বৃষ্টি ১২ মিনিট পরই থেকে যায়। বেলা ১২টায় উইকেট থেকে কাভার সরানোর কাজ শুরু করেন গ্রাউন্ডসম্যানরা। এর কিছু পরেই আবার বৃষ্টি এলে কাভারে ঢেকে যায় মিরপুরের উইকেট। তবে ঘণ্টাখানেক পর অবশেষে খেলা শুরু হয় আবার।
মুস্তাফিজের শুভসূচনার পর বৃষ্টির বাগড়া : দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে নেমে শুরুতেই হাসিমুখ বাংলাদেশের। টস জিতে বল হাতে নিয়েই সাফল্য। পেসার মুস্তাফিজুর রহমান আঘাত হেনেছেন ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। ওপেনার সুনীল আমব্রিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তিনি। ৭ রানে ফেরেন আমব্রিস। এরপরই নামে অঝোর বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা।
প্রায় সাড়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। তবে প্রত্যাবর্তনটা সুখকর হলো না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিগে শুরুতে ফিল্ডিং নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটাও শুরু হয়েছিল নির্দিষ্ট সময়ে, তবে ম্যাচের ৩ ওভার ৩ বলের মাথায় বৃষ্টি বাগড়ায় বন্ধ হয় খেলা।
আবহাওয়া পূর্বাভাষ আগেই বৃষ্টির সম্ভাবনা জানিয়ে রেখেছিল। সেই শঙ্কা মাথায় নিয়েই শুরু হয় বাংলাদেশ বনাম উইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। বেলা সাড়ে ১১ টায় ম্যাচ শুরু হলে বৃষ্টি বাগড়া দেয় মিরপুরে। ফলে মাত্র ৩ ওভার ৩ বল পর বন্ধ হয় খেলা।
এর আগে টস জিতে ফিল্ডিং নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ দলে অভিষেক হয় তরুণ পেসার হাসান মাহমুদের। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃষ্টির কারণে মাঠ ছাড়ার আগে ৩ ওভার ৩ বল থেকে ১৫ রান তুলতে পেয়েছে সফরকারী উইন্ডিজ দল। বাংলাদেশের হয়ে ১ উইকেট তুলে নিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। বর্তমানে আন্দ্রে ম্যাকার্থী ৪ ও জসুয়া ডি সিলভা ৪ রান নিয়ে অপরাজিত আছেন।