‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এ শ্লোগানকে ধারণ করে লাখো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করলো একুশের আলো নড়াইল।
সোমবার(২১ ফেব্রয়ারি) সুর্যাস্তের সাথে সাথে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ কুড়িরডোপ মাঠে জ্বলে ওঠে এক লাখ মঙ্গল প্রদীপ। মোমবাতি দিয়ে স্মৃতিসৌধ, শহীদ মিনার, বর্ণমালা ও বিভিন্ন আল্পনায় সাজানো হয় ৪ একরের এই মাঠটি।
ভাষা শহীদদের স্মরণে ১৯৯৭ সালে নড়াইলে এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়। প্রথমবার নড়াইলের সুলতান মঞ্চসহ শহরের বিভিন্ন স্থানে ১০ হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর থেকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে প্রদীপ জ্বালিয়ে প্রতি বছর ভাষা শহীদদের স্মরণ করা হয়। ওড়ানো হয় ফানুস। সন্ধ্যার সঙ্গে সঙ্গে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবী এক লাখ মোমবাতি প্রজ্জ্বলনের কাজ করেন।
আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার পিতা গোলাম মোর্তজা স্বপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মলয় কুমার কুন্ডুসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এক ঘন্টাব্যাপি আয়োজনে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের শিল্পীরা শহীদ স্বরনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
এই মনোমুগ্ধকর ও বর্ণাঢ্য এই আয়োজন দেখতে জেলা ও দুর-দুরান্ত থেকে কয়েক হাজার দর্শক করোনা স্বাস্থ্যবিধি মেনে আয়োজন উপভোগ করে।
খুলনা গেজেট/ এস আই