শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আয়োজনে বছরের শেষদিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ। নতুন এ টুর্নামেন্টের নিলাম ১ অক্টোবর। প্রতি দলে ৬ জন করে বিদেশি ক্রিকেটার খেলতে পারবে পাঁচ ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্টে। মোট ৩০ জন আন্তর্জাতিক ক্রিকেটারসহ ৬৫ জন স্থানীয় ক্রিকেটার খেলতে পারবেন এই টুর্নামেন্টে। প্রতিটি দলে থাকবে ১৯ ক্রিকেটার।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম তোলা হতে পারে দেড়শ’ বিদেশি ক্রিকেটার। শ্রীলঙ্কান এই ফ্র্যাঞ্চাইজি টি২০ টুর্নামেন্টের প্রথম আসরে খেলার জন্য ছোট-বড় বহু তারকা ক্রিকেটার নাম দিয়েছেন। বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা যেতে পারে নিলামে। টাইগার স্কোয়াডের অনেক ক্রিকেটার প্রথমে নাম পাঠালেও রেসে টিকে আছেন সাতজন।
সাকিব আল হাসান তাদের মধ্যে অন্যতম। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এক টুইটে সাকিবের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও তালিকায় থাকা বাকিদের বিষয়ে কিছু জানায়নি। নিলামে ওঠার রেসে এখন পর্যন্ত টিকে থাকা বাকি ছয় ক্রিকেটার হলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহেদী হাসান মিরাজ।
খুলনা গেজেট/এএমআর