যশোরের বেনাপোল পোর্ট থানার দারুল উলুম সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে ২০০৬ সালে আওয়ামী সরকারের লগিবৈঠার তান্ডবে জামায়াত শিবির হত্যার বিচারের দাবিতে মিছিল সমাবেশ করেছে। সমাবেশ শেষে আছর নামাজের পর বিশাল এক মিছিল বেনাপোল বাজার প্রদক্ষিণ করে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে বাংলাদেশ জামায়াত ইসলামের থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যশোর জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, মতিয়ার রহমান সহ আরও অনেকে।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর বলেন, ২০০৬ সালের এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা ১৪ জন মানুষকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে নারকীয় উল্লাস চালানো হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সেদিন জামায়াতের উপর অমানবিক নির্যাতন চালায়। এ হত্যা কান্ডের বিচার দাবী করেন তিনি।
খুলনা গেজেট/এএজে