লক্ষ্মীপুরে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার (৩ আগস্ট) সকালে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বাদশাহ। তিনি ওই বাসচালকের সহকারী ছিলেন। বাদশাহর বাড়ি লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার সুজন গ্রামে। তার বাবার নাম আব্দুল মালেক।
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মৃদুল কান্তি কূরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ঢাকার উদ্দেশ্যে হিমাচল নামের একটি বাস রামগতি থেকে ছেড়ে যায়। বটতলী এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাদশাহ মারা যান। আহত হন ১০ জন। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।