চোটের কারণে তার খেলা নিয়ে ছিল শঙ্কা। শেষমেশ সেই শঙ্কাটাই সত্যি হলো আর্জেন্টিনার। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রক্ষণের বড় ভরসা ক্রিশ্চিয়ান রোমেরোকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে।
ম্যাচের আগে দুটো জায়গা নিয়ে ধোয়াশা ছিল। প্রথমটা রোমেরোর জায়গা নিয়ে, পরেরটা লেফটব্যাক পজিশন নিয়ে। রোমেরোর জায়গা হয়নি, হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে দলে রাখা হয়নি।
নিকলাস টালিয়াফিকো নাকি মার্কোস আকুনইয়া, এ প্রশ্নের জবাবে শেষজনকে বেছে নিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। শেষ ম্যাচে তার দারুণ পারফর্ম্যান্সকেই প্রাধান্য দিয়েছেন আর্জেন্টাইন কোচ।
আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ;
নাহুয়েল মলিনা, হেরমান পেজ্জেলা, নিকলাস অটামেন্ডি, মার্কোস আকুনইয়া;
রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো;
লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, নিকো গঞ্জালেজ
খুলনা গেজেট/ টি আই