ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে ১-১ সমতায় তিন ম্যাচের সিরিজ শেষ করেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে বাবর আজমের দল। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পায় ইয়ান মর্গ্যানের দল। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয় পেল পাকিস্তান।
মঙ্গলবার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ান মর্গ্যান। দলীয় ২২ রানের মাথায় ফকর জামান ও বাবর আজমকে হারায় সফরকারীরা। ফকর জামান ১ ও বাবর আজম ২১ রানে আউট হন। এর পর হায়দার আলীকে নিয়ে জুটি গড়েন মোহম্মদ হাফিজ। হায়দার আলী ৫৪ রান করে আউট হলে দলকে টেনে নিয়ে যান মোহম্মদ হাফিজ। শেষ পর্যন্ত হাফিজ ৮৬ রানে আউট হলে ১৯০ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান।
১৯১ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই জনি বেয়ারস্টো হারায় ইংল্যান্ড। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। শেষ দিকে মইন আলী দলের হাল ধরেন। জয়ের জন্য শেষ দুই ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২০ রান, হাতে ছিল ৪ উইকেট। দারুণ বোলিং-ফিল্ডিংয়ে ১৯তম ওভারে পাকিস্তানের দিকে ম্যাচ ঘুরিয়ে দেন ওয়াহাব রিয়াজ। সরাসরি থ্রোয়ে ক্রিস জর্ডানকে রান আউট ওয়াহাব। এরপর ফিরতি ক্যাচে মইন ফিরিয়ে দেন। ফলে রোমাঞ্চকর লড়াইয়ে ৫ রানে জিতে যায় বাবর আজমের দল।
খুলনা গেজেট/এএমআর