খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

রোববার থেকে আসছে বিএনপির নতুন কর্মসূচি

গেজেট ডেস্ক 

একদফা দাবিতে বিএনপিসহ সমমনা বিরোধীদের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে আগামীকাল সকাল ৬টায়। আগামী সপ্তাহের শুরু থেকে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপিসহ সমমনা দলগুলো।

বিএনপি সূত্রে জানা গেছে, শুক্র ও শনিবার কর্মসূচি থাকবে না। এর পর ১২ ও ১৩ তারিখ নতুন কর্মসূচি দেওয়া হবে। বৃহস্পতিবার বিকালে বিএনপিসহ বিরোধীরা যে যার অবস্থান থেকে এই কর্মসূচির ঘোষণা করবে।

তবে কী কর্মসূচি ঘোষণা করা হবে সে বিষয়ে আগে থেকে কিছু বলতে যাচ্ছেন না বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলটির একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, বিকালে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবেন। তখন জানতে পারবেন।

এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের শরিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গণমাধ্যমকে বলেন, নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। সব কিছু বিবেচনা নিয়ে আমরা কর্মসূচি দেব। অবরোধ-হরতালসহ আরও নানা কর্মসূচি নিয়ে আলোচনা চলছে।

তবে বিএনপির একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, এবারও অবরোধ কর্মসূচিই দিতে যাচ্ছে দলটি। আগামী রোব ও সোমবার অবরোধ চলবে। মঙ্গলবার বিরতি দিয়ে আবার কর্মসূচি দেওয়া হতে পারে।

১২ দলীয় জোটের সম্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ও শনিবার কোনো কর্মসূচি থাকবে না। এরপর ১২ ও ১৩ তারিখ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপিসহ বিরোধীরা যে যার অবস্থান থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, বর্তমানে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তা থেকে বের হয় আসতে হলে সরকারকে তার উদ্যোগ নিতে হবে। এখানে বিএনপির কিছু করার নেই। তা ছাড়া বিএনপি তো এখন কারাগারে ও পালিয়ে বেড়াচ্ছে। এখন সরকার যদি কোনো উদ্যোগ না নেয় তা হলে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে উদ্যোগ নিতে হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!