খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

রোনালদোর জোড়া গোলে রক্ষা জুভেন্টাসের

ক্রীড়া প্রতিবেদক

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমেই হারের শঙ্কায় পড়েছিল জুভেন্টাস। রোমার বিপক্ষে দুবার পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরালেন ক্রিস্তিয়ানো রোনালদো। অনেকটা সময় এক জন কম নিয়ে খেলেও দলের সেরা তারকার নৈপুণ্যে স্বস্তির ড্রয়ে মাঠ ছেড়েছে তুরিনের ক্লাবটি। সিরি আর দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষের মাঠে রোববার রাতের ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। রোমার গোল দুটি করেন ভেরেতু।

৩১তম মিনিটে ভেরেতুর সফল স্পট কিকে পিছিয়েও পড়ে শিরোপাধারীরা। ফরাসি এই মিডফিল্ডারের শটে বল ডি-বক্সে আদ্রিওঁ রাবিওর হাতে লাগলে পেনাল্টি পায় রোমা। বিরতির আগের ৪৪তম মিনিটে রোনালদোর সফল স্পট কিকে সমতায় ফেরে তারা। পর্তুগিজ এই ফরোয়ার্ডের শট ডি-বক্সে লরেন্সো পেল্লেগ্রিনির হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

সমতার স্বস্তি অবশ্য স্থায়ী হয়নি জুভেন্টাসের। দুই মিনিটের মাথায় দারুণ এক পাল্টা আক্রমণে ফের এগিয়ে যায় রোমা। হেনরিখ মিখিতারিয়ানের পাস ডি-বক্সের মুখে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভেরেতু।

দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলার দারুণ সুযোগ পেয়েছিলেন এদিন জেকো। কিন্তু দুজনকে কাটিয়ে ১০ গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন বসনিয়া-হার্জেগোভিনার ফরোয়ার্ড। পরের মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন রোনালদো।

৬১তম মিনিটে বড় ধাক্কা খায় জুভেন্টাস। মাঝমাঠে অহেতুক মিখিতারিয়ানকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রাবিও। আট মিনিট পর দারুণ এক গোলে আবারও সমতা টানেন রোনালদো। ডান দিক থেকে দানিলোর ক্রসে অনেকখানি লাফিয়ে হেডে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।

শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জুভেন্টাস। একের পর এক করতে থাকে আক্রমণ। তবে নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। জয় না মিললেও কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে ১ পয়েন্ট নিয়ে ফেরাটাও তাদের জন্য কম স্বস্তির নয়।

জেনোয়াকে ৬-০ গোলে হারানো নাপোলি দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। দুই ও তিন নম্বরে থাকা ভেরোনা ও এসি মিলানের পয়েন্টও ৬। সমান দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে জুভেন্টাস। রোমার পয়েন্ট ১।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!