রোডমার্চে প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীর সাথে সাধারণ জনগনের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে দিন-রাত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ ও প্রস্তুতি সভা করছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানে নেতা-কর্মী-সমার্থকদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলা বিএনপি’র শীর্ষ নেতাদের নির্দেশনা দেয়া হচ্ছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ডুমুরিয়া, ফুলতলা, দিঘলিয়া, কয়রা ও পাইকগাছায় প্রস্তুতি সভা, লিফলেট বিতরণের পাশাপাশি সংক্ষিপ্ত পথসভাও করেছেন নেতৃবৃন্দ। ডুমুরিয়া ও ফুলতলার প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। দিঘলিয়ায় উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। আবার, কয়রা উপজেলার প্রস্তুতি সভায় ও পাইকগাছায় লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম খান নান্নু।
ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ‘তারুণ্যের রোড মার্চ’ করছে। আগামী ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহে কর্মসূচির সূচনা হয়ে যশোর হয়ে খুলনা মহানগরীতে সমাবেশের মধ্যদিয়ে রোডমার্চ শেষ হবে। এ কর্মসূচিতে অতীতের সকল রেকর্ড ভেঙে বিশাল শো’ডাউন করার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার এ কর্মসূচিতে সম্পৃক্ত করতে সকল উপজেলা/পৌরসভা, ইউনিয়নে জেলার শীর্ষ নেতৃবৃন্দকে অবহিত করে প্রস্তুতি সভা করছে-একই সাথে হাট-বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করা হচ্ছে। কর্মসূচি সর্বাত্মক সুশৃঙ্খল ও সফল করতে জেলা বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের সাথে প্রস্তুতি সভা করে ৭টি উপ-কমিটিও গঠন করেছে দলটি। অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। শনিবারসন্ধ্যায় নগরীর দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, অতীতের যেকোনো কর্মসূচির চেয়ে সরকারের বিদায় ঘন্টা বাজাতে সাম্প্রতিক সময়ের কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী-সমার্থকদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহন করছেন। দেশের ৮ কোটি তরুণ ভোটার কোনোদিন ভোট দিতে পারেননি; ভোট ও ভাতের অধিকার আদায়ের রোডমার্চ কর্মসূচির মর্মার্থ প্রত্যন্ত অঞ্চলে যেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করছি। সরকার পতন আন্দোলনে শুধু বিএনপি নেতা-কর্মী-সমার্থকরা নয়, কাঁধে-কাঁধ মিলিয়ে মুক্তিকামী জনতা রাজপথে নেমে আসবে বলে আমরা বিশ^াস করি।
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেন, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় প্রত্যেকটি উপজেলা/পৌরসভা থেকে রোডমার্চে অংশগ্রহনের জন্য পরিবহনের সংখ্যার টার্গেট দিয়েছিলাম। উপজেলার দায়িত্বশীলরা বলছেন, লক্ষ্যমাত্রার চেয়ে পরিবহন বাড়াতে হবে-দলীয় নেতাকর্মীদের সাথে সাথে সাধারণ মানুষ বিএনপির কর্মসুচিতে আসতে চায়। শুধু খুলনার নয়টি উপজেলার ৬৮টি ইউনিয়নের এক হাজার চারটি গ্রাম নয়, সমগ্র বাংলাদেশ আজ শেখ হাসিনা সরকারকে ‘লাল কার্ড’ দেখানোর জন্য প্রস্তুত।
খুলনা গেজেট/কেডি