সারাদিন রোজা রেখেই ইউরোপা লিগের ম্যাচে খেলতে নামেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। কেবল খেলেনইনি, গোলও করেছেন তিনি। রোজা রেখে ফুটবল খেলাটা বেশ চ্যালেঞ্জিংই বটে। আর রোজা রেখেই কি না পগবা খেলেছেন ইউরোপের অন্যতম শীর্ষ আসরে।
এমনিতেই ফুটবলারদের ওপর বেশ ধকল যায় ম্যাচের সময়। আগে থেকেই নিতে হয় প্রস্তুতি। পুরোটা সময় দৌড়ানোর জন্য গ্রহণ করতে হয় খাবার। কিন্তু এসবের তোয়াক্কা না করেই পল পগবা রোজা রেখে পুরো ৯০ মিনিটই খেলেছেন।
রোমার বিপক্ষে ম্যাচের সময়ই ইফতারের সময় হয়। মাগরিবের আজানের সময় মাঠে বসেই ইফতার করতে দেখা যায় পগবাকে। তিনি একজন নও মুসলিম। ইসলামের সৌন্দর্য দেখে ধর্মান্তারিত হয়ে মুসলমান হয়েছেন।
পগবারে এমন কাজের দিনে বড় জয় পেয়েছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। পগবা নিজেও ফ্রি কিক থেকে হেডারে গোল করেন।
খুলনা গেজেট/এমএইচবি