ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এ বছর ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিশ্ব মাতবে প্রেমে। এছাড়াও এই মাস জুড়ে রয়েছে প্রেমিক-প্রেমিকাদের জন্য রয়েছে আরও কিছু বিশেষ দিবস। এসব দিবসের তালিকায় রয়েছে রোজ ডে অর্থাৎ গোলাপ দিবস। ফেব্রুয়ারির ৭ তারিখ বিশ্বজুড়ে এ দিবসটি পালিত হয়।
এটি সত্য যে আমাদের ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। তবে ভালোবাসা দিবসের এই সপ্তাহটি প্রেমিক-প্রেমিকার জন্য উৎসর্গীকৃত; যারা প্রতিদিন তাদের ভালবাসা প্রদর্শন করতে পারেন না।
ভালোবাসা দিবস কিংবা ভ্যালেন্টাইনস উইকের সপ্তাহের প্রথম দিন আজ। “রোজ ডে” বা গোলাপ দিবস হিসেবে পরিচিত এ দিনে প্রিয়জনের প্রতি ভালবাসা প্রকাশ করা হয় গোলাপ ফুল উপহার দেওয়ার মাধ্যমে। তবে, গোলাপ ফুলের বিভিন্ন রংয়ের রয়েছে বিভিন্ন অর্থ। তাই, সঙ্গীকে গোলাপ ফুল উপহার দেওয়ার আগে ভাগেই জেনে নিন কোন রংয়ের গোলাপের কোন অর্থ রয়েছে।
লাল: সবচেয়ে জনপ্রিয় হল লাল গোলাপ। এটির মানে তো বেশির ভাগ মানুষই জানেন। প্রেমের চিহ্ন এই রঙের গোলাপটি।
সাদা: সারল্যের প্রতীক এই গোলাপ। তবে রোজ ডে-তে উপহার দেওয়ার জন্য আদর্শ নয়। এটি বিয়ে বাড়ি, বা শ্রদ্ধানুষ্ঠানে দেওয়ার মতো।
গোলাপি: কারও প্রশংসা করতে চান? তাহলে এই দিনে তাঁর হাতে দিন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক।
কোরাল: এটাও মুগ্ধতার প্রতীক। কারও প্রতি প্রচণ্ড আকর্ষণের ইঙ্গিত দিতে এই রঙের গোলাপ উপহার দেওয়া হয়।
নীল: খুব বিরল একটি রঙের গোলাপ। রহস্য এবং তার সঙ্গে মুগ্ধতার মিশ্রণ বোঝাতে এটি উপহার দেওয়া হয়। কাউকে আরও ভালো করে জানতে চান- এরকম অর্থ বোঝাতে এটি উপহার দিতে পারেন।
ল্যাভেন্ডার: এই গোলাপটিও বেশ বিরল। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ এটি দেওয়ার মানে প্রথম দেখাতেই প্রেম।
ক্রিম: এটি আভিজাত্য বোঝাতে উপহার দেওয়া হয়। শ্রদ্ধা এবং ভালোবাসা একসঙ্গে বোঝাতে এটি দিতে পারেন।
হলুদ: এই রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনও বন্ধুর দিনটি উজ্জ্বল করে তুলতে এই রঙের গোলাপ উপহার দিতে পারে।
কমলা: কাউকে প্রচণ্ড চাইছেন? তাহলে এটি দিতে পারেন। আবেগ বোঝানোর জন্য লাল গোলাপের চেয়েও বেশি পরিমাণে কাজের হল কমলা গোলাপ।
পিচ: প্রেমের দিনে বা রোজ ডে-তে দেওয়ার জন্য দারুণ রং এটি। কারণ এর মানে, প্রেমে পড়েছেন। কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন।
খুলনা গেজেট/এএজে