ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় এলাকা মোংলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। রবিবার রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও বাতাস আজও অব্যাহত রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা জানান, ঝড়ে এখানকার প্রায় ৮ হাজার কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, ব্যাপক গাছপালা বিধ্বস্তসহ বৈদ্যুতিক খুটি/পিলার পড়ে গেছে। ১০/১২গ্রাম প্লাবিত হয়ে জলাবদ্ধ হয়ে পড়েছে প্রায় ৬০ হাজার মানুষ। এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় ৩০ হাজার নারী-পুরুষ ও শিশু। এছাড়া বিভিন্ন এলাকার প্রায় ২হাজার চিংড়ি ঘের প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস।
এদিকে ঝড়ের কারণে রবিবার সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা জুড়ে।
অপরদিকে এখনও বন্ধ রয়েছে মোংলা বন্দরের সকল কার্যক্রম।
খুলনা গেজেট/এমএম