“গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক, বাঁচে প্রাণ”, “কৃষক এখন অনেক খুশি, ধানের দাম পাচ্ছে বেশি”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসা উপজেলা খাদ্য বিভাগ আয়োজিত বুধবার (৩০ এপ্রিল) উপজেলা নিবার্হীর অফিস কক্ষে অভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ ২০২৫ উপলক্ষ্যে ৫টি ইউনিয়নের সৌভাগ্যবান কৃষক বাছাইয়ের জন্য ডিজিটাল পদ্ধতিতে লটারী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কৃষক বাছাই অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা অনিন্দ কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমাংশু রায়, খাদ্য গুদাম ইনচার্জ মো. সেলিম, কৃষক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রূপসার আইচগাতী ইউনিয়নের ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ৬৩৫ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ৩৮ জন।
শ্রীফলতলা ইউনিয়নে ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ২৫৭২ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ১৫৫ জন।
নৈহাটী ইউনিয়নে ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ১৩২১ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ৮০ জন।
টিএসবি ইউনিয়নে ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ৯০৬ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ৫৪ জন।
ঘাটভোগ ইউনিয়নে ৩টি ব্লকে ধান চাষকৃত কৃষক ২২৩৮ জন। তার মধ্যে ভাগ্যবান কৃষক- ১৩৫ জন।
উল্লেখিত বিষয়ে উপজেলা ধান-চাল সংগ্রহ মনিটরিং কমিটির সিদ্ধান্তে কৃষক প্রতি ১টন এবং লটারীর মাধ্যমে মোট- ৪৬২ জন সৌভাগ্যবান কৃষক বাছাই করা হয়েছে। তাদের কাছ থেকে এ মৌসুমে সরকারি ভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা- ৪৬২ মে.টন নেওয়া হবে বলে জানা যায়।
খুলনা গেজেট/এএজে