খুলনার রূপসায় ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নৈহাটী গোডাউন মোড় এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫)। তিনি ওই এলাকার শহিদুল্লাহ শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলফার নাহার সেতারার একমাত্র ছেলে রায়হান শেখ ইনকাম ট্যাক্সে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। স্বামী শহিদুল্লাহ শেখ সচিবালয়ে চাকরি করতেন, গত ৩-৪ মাস আগে মারা যান তিনি। এ কারণে গুলফার নাহার সেতারা বাসায় একা ছিলেন।
সকালে কাজের মেয়ে শাহিনুর ঘরের সামনের গেট বন্ধ দেখতে পেয়ে ডাকতে থাকেন। নিরব অবস্থা দেখে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পিছনের গেট খোলা দেখেন। পরে এলাকাবাসী এসে ঘরের ভিতরে ঢুকলে ওই নারীকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এলাকার লোকজনের ধারণা, বাড়ির নগদ অর্থ ও মালামাল লুট করতে এসে এ ঘটনা ঘটিয়েছে।
রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক জানান, খবর পেয়ে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মহিলার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম