খুলনা, বাংলাদেশ | ১৯ ফাল্গুন, ১৪৩১ | ৪ মার্চ, ২০২৫

Breaking News

  ভারতের বিভিন্ন কারাগারে এক হাজার ৬৭ জন বাংলাদেশির নাম পাওয়া গেছে, সেখানে গুমের শিকার কেউ আছে কিনা অনুসন্ধান চলছে : গুম সংক্রান্ত তদন্ত কমিশন
  তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের অর্থপাচার মামলার রায় ৬ মার্চ : আপিল বিভাগ

রূপসায় অভিযানে ২২টি ইটভাটা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে ২২টি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার শ্রীফলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এবং আইন শৃঙ্খলা বাহিনীর রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান।

এ অভিযানে শামীম জমাদ্দারের হিনো ব্রিকস, রনি ব্রিকস, আজাদ ব্রিকস, আজাদ ব্রিকস-২, হিরো ব্রিকস, মুন ব্রিকস, এবিআই ব্রিকস, হারুন ব্রিকস, ফরিদপুর ব্রিকস (FBM),টাটা ব্রিকস, এনবিআই ব্রিকস, বস ব্রিকস, গোল্ড ব্রিকস, জাকির শেখ ব্রিকস, সিটি-১ ব্রিকস, সিটি-২ ব্রিকস, তারা ব্রিকস সহ মোট ২২টি ইটভাটা ৩ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানকালে ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে পারেনি। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারায় ২২টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২টি অবৈধ ইটভাটা কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে না পারায় চুল্লী বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার এবং পল্লীবিদ্যুত সমিতির সদস্যরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!