খুলনার রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের বদর উদ্দিন সড়ক সংস্কারের দাবি জানিয়েছে ডেমোক্রেসী তরুণ রাজনৈতিক ফেলো ২৪তম ব্যাচের নেতারা। আওয়ামী লীগ ও বিএনপি দুটি রাজনৈতিক দলের তরুণ নেতারা এ দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা দলের রূপসা উপজেলা সাধারণ সম্পাদক শারমিন আক্তার আঁখি ও মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইবনুল হাসান।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে নগরীর ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের খুলনা জোনাল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের সমস্যা সকল দল ও মতের মানুষের। আমরা মানুষের জন্য রাজনীতি করি। সেই আকাঙ্খার জায়গা থেকে রূপসার ঘাটভোগ ইউনিয়নের আন্দননগর গ্রামের সড়কটি ইটের সলিং করার জন্য ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিলনের কাছে সম্মিলিতভাবে দাবি জানিয়েছি। তিনিও জনদুর্ভোগ বিবেচনায় বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। স্থানীয় একটি স্কুল, মাদ্রাসা ও মসজিদে যাতায়াতের জন্য বদর উদ্দিন সড়কটি ব্যবহার হয়। বর্ষা মৌসুমে মানুষের কষ্টের শেষ থাকে না।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, স্বেচ্ছাসেবক লীগের জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা ছা্ত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেডি