সাফ চ্যম্পিয়ন দলের সদস্য রূপনা চাকমা-তহুরাদের হারিয়ে চ্যাম্পিয়়ন জাতীয় দলের মারিয়া মান্ডা ও সুমাইয়ার দল। রোববার (৩০ জুলাই) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী ফুটবল চাম্পিয়নশীপ ২০২৩ এর মহিলা ফুটবল দলের ফাইনাল খেলায় এ. আর. স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় চিংড়ি বাংলা ক্লাব। এতে এ. আর. স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে জয় লাভ করে।
এ. আর. স্পোর্টিং ক্লাবে জাতীয় দলের মারিয়া মান্ডা, মাতসুসিমা সুমাইয়া ও সাবেক গোলকিপার সালমা খাতুন এবং চিংড়ি বাংলা ক্লাব সাতক্ষীরাতে রুপনা চাকমা ও তহুরা খেলেন।
খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে এ. আর. স্পোর্টিং ক্লাবের জাতীয় দলের ১১নং জার্সি পরিহিত মাতসুসিমা সুমাইয়া চিংড়ি বাংলা ক্লাবের জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যান। এরপর জাতীয় দলের মারিয়া মান্ডা, মাতসুসিমা সুমাইয়া একাধিকবার চিংড়ি বাংলা ক্লাবের গোলে বল মারার চেষ্টা করলেও চিংড়ি বাংলা ক্লাবের খেলোয়াড় ও জাতীয় দলের গোলকিপার রুপনা চাকমা বল ঠেকিয়ে দেন। এদিকে জাতীয় দলের স্টাইকার তহুরা খাতুনের নেতৃত্ব চিংড়ি বাংলা ক্লাবের খেলোয়ড়রা একাধিবার চেষ্টা করেও প্রথামার্ধে গোল পরিশোধ করতে ব্যর্থ হয়।
এদিকে খেলার দ্বিতীয় আর্ধের ২০ মিনিটে এ. আর. স্পোর্টিং ক্লাবের স্বপ্না চিংড়ি বাংলা ক্লাবের জালে বল জড়িয়ে দলকে ২-০ তে এগিয়ে নিয়ে যান। খেলা শেষের ১০মিনিট আগে ৯নং জার্সি পরিহিত মুন্নি গোল দিয়ে দলকে ৩-০ তে এগিয়ে নিয়ে যান। এরপর আর কোন গোল না হওয়ায় এ. আর. স্পোর্টিং ক্লাব ৩-০ গোলের ব্যবধানে চিংড়ি বাংলা কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে মাতসুসিমা সুমাইয়া, স্বপ্না ও মুন্নি ১টি করে গোল করেন।
ম্যাচ পরিচালনা করেন ফিফা এলিট রেফারী সালমা আক্তার মনি।
অপরদিকে টুর্ণামেন্টের পুরুষ অনুর্ধ-১৭ দলের ফাইনাল খেলায় ব্রাঘ্যতট ক্রীড়া চক্র সাতক্ষীরা মুখেমুখি হয় আরামবাগ ফুটবল একাডেমী। এতে আরামবাগ ফুটবল ঢাকা ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ম্যাডেল তুলে দেন সাতক্ষীরা -২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।
জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, আমাদের মেয়েরা ফুটবলকে অনেক এগিয়ে নিয়ে গেছে। সাফ জিতে তারা সবাইকে তাক লাকিয়ে দিয়েছে। সাতক্ষীরার সাবিনা, মাসুরা এবং প্রান্তি জেলার সুনাম ছড়িয়েছে সারা বিশ্বে। এধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের মাধ্যমে খেলাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
এর আগে গত শুক্রবার (২৮ জুলাই) সাতক্ষীরার স্থানীয় ক্লাব ওয়ারিয়র স্পোর্টস একাডেমীর পৃষ্ঠপোষকতায় ও বসুন্ধরা কিংস এর সহযোগিতায় সাতক্ষীরা স্টেডিয়ামে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী ফুটবল চাম্পিয়নশীপ ২০২৩ শুরু হয়।
খুলনা গজেটে/ বিএম শহিদুল