খুলনার রুপসায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকান্ডের ঘটনায় আরও দু’জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার(২১ এপ্রিল) রুপসা ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটক ২ আসামিরা হচ্ছে, মোঃ শহিদুল ইসলাম শেখ এর ছেলে মোঃ রিয়াদ হোসেন তন্ময়(২২) ও গহরআলী মীরের ছেলে মোঃ ইমরান আলী(২০)। তারা দু’জনেই রুপসার বাগমারা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ভিকটিম হৃদয় শেখ ও তার খালাতো ভাই মিঠু তাদের বাড়ির সামনে চায়ের দোকান ছিল। আসামিরা তাদের দোকান থেকে চা-সিগারেট কেনাকাটা করত। আসামি হৃদয় শেখ এর কাছথেকে ভিকটিমের খালাতো ভাই মিঠুর ৩০০ টাকা পাওনা ছিল। গত ২০ এপ্রিল মিঠু তার পাওনা টাকা আসামি হৃদয় এর কাছে চায়। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
এরপর বাগমারা এলাকায় মিঠুর চায়ের দোকানের সামনে আসামি হৃদয় সহ ১৫/১৬ জন আসামিরা এসে ভিকটিম হৃদয় শেখ ও মিঠুকে মারপিট শুরু করে। তখন আসামি হৃদয় ধারালো চাকু দিয়ে ভিকটিম হৃদয়ের বুকের মধ্যে আঘাত করে। পরবর্তীতে ভিকটিম হৃদয় শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনার বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে রুপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই র্যাব এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার র্যাব জানতে পারে যে, চাঞ্চল্যকর হৃদয় শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আাসমিরা খুলনা জেলার রুপসা থানা এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে খুলনার রুপসা ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে দু’জন আসামিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত থাকায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/ এস আই