অবশেষে উড়ে বেড়ানো সব গুঞ্জন সত্যি হলো। রিয়াল মাদ্রিদ ছেড়েই দিলেন জিনেদিন জিদান। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তার ক্লাব ছাড়ার খবর জানিয়েছে ক্লাবটি। দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তটি অবশ্য নিয়েছেন জিদানই। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে ইতিহাসের অন্যতম সফল এই ক্লাব।
সান্টিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় মেয়াদে চুক্তির এক বছর বাকি থাকতে সরে দাঁড়ালেন ফরাসি এই কিংবদন্তি জিদান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে বিষয়টি।
নিজেদের ওয়েবসাইটে বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল লিখেছে, ‘রিয়ালের বর্তমান কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জিনেদিন জিদান। এতদিন ধরে তিনি যে নিবেদন ও পেশাদারিত্ব দেখিয়েছেন সে জন্য এখন তার সিদ্ধান্তকে সম্মান জানানোর সময়। জিদান খেলোয়াড় ও কোচ হিসেবে এই ক্লাবে যতটুকু, তার গ্রেটনেস সেটিকেও ছাপিয়ে যায়। তিনি জানেন, রিয়াল মাদ্রিদের হৃদয়ে তার অবস্থান, রিয়াল মাদ্রিদ সব সময়ই ঘর হয়ে থাকবে তার।’ দ্বিতীয় দফায় ২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল জিদানের।
২০১৬ সাল থেকে এ অব্দি দুই ধাপে রিয়ালের কোচ ছিলেন জিদান। প্রথম ধাপে দারুণ সফল। জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও একটি লিগাসহ ৯টি শিরোপা । আর দ্বিতীয়ধাপে একটি লা লিগা ট্রফি। এই মৌসুম কেটেছে হতাশায়। কোনো শিরোপাই জিততে পারেনি ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি।
১১ বছরের মধ্যে এই মৌসুমেই প্রথম কোনো ট্রফি পায়নি রিয়াল। এই হতাশা নিয়েই এবার রিয়াল ছাড়লেন বিশ্বকাপ জয়ী এই মহাতারকা।
জিদান দায়িত্ব ছাড়তেই গুঞ্জন কে হবেন নতুন কোচ? জুভেন্তাসের কোচ হয়ে দৌড় থেকে সরে গেলেন সাবেক কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। তবে আলোচনায় দুই নাম অ্যান্তোনিও কন্তে। সদ্য ইন্টার মিলানের দায়িত্ব ছেড়েছেন। আছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ও বর্তমানে ক্লাবের যুবদলের কোচ রাউল গঞ্জালেসও।
খুলনা গেজেট/এমএইচবি