জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর একমাত্র ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী শেখ রিজিয়া নাসেরের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর বনানীতে জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।
জানাযা শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, প্রেসিডিয়াম মেম্বর আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, যুগ্ম সম্পাদক, তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আকতারুজ্জামান বাবু এমপি, আব্দুস সালাম মুর্শিদী এমপি, নারায়ন চন্দ্র চন্দ এমপি, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, হাফেজ মো. শামীম, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, অসিত বরন বিশ্বাস, মনিরুজ্জামান সাগর, মো. সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, শেখ ফারুক হাসান হিটলু, চৌধুরী রায়হান ফরিদ, মোহাম্মদ নাসিম, শেখ শাহাজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ আবিদ উল্লাহ, হাসান ইফতেখার চালু, কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, কামরুল ইসলাম, অভিজিৎ চক্রবর্তী দেবু, মো. মাসুম উর রশীদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এ হোসেন