খুলনা, বাংলাদেশ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
  কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু, কিশোরগঞ্জে ৩ জন
  সারা দেশে হয়রানিমূলক ও মিথ্যা মামলা হচ্ছে, যা ঠিক নয়: আইন উপদেষ্টা
  ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে পিএসসির প্রজ্ঞাপন

সড়‌কের কাজ সমাপ্ত, ডেঙ্গু নির্মূল, ইজিবাইক নিয়ন্ত্রণ ও গল্লামারি ব্রীজের কাজ সম্পন্নের দাবি

গেজেট ডেস্ক

বর্ষার মৌসুমের আগে নগরীর বিভিন্ন এলাকার অসমাপ্ত রাস্তার কাজ সমাপ্ত, ডেঙ্গু নির্মূলে আগেভাগে কার্যকর পদক্ষেপ গ্রহন, অবৈধ ইজিবাইক প্রবেশ বন্ধ ও দ্রুত সময়ের মধ্যে গল্লামারি ব্রীজের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিটি করপোরেশনের জবাবদিহিতা না থাকার কারণে নগরীর অধিকাংশ সড়কে ঢুকলেই মনে হয় অচেনা পরিবেশ। ওয়াসার খোড়াখুড়ির কারণে সড়কগুলোতে চলাচলা এক ধরনের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া ওয়াসার পয়োনিষ্কাশন লাইনের বড় বড় লোহার ঢাকনা উঁচু হয়ে বিপদ আরও বাড়িয়েছে। বেহাল সড়কের কারণে অধিকাংশ সময় যানজট লেগেই থাকে।

এছাড়া বর্ষা মৌসুমের আগেই প্রাণঘাতী ডেঙ্গু নির্মূলে সিটি কর্পোরেশনকে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বলেছেন, বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে বলা যায়, বর্ষা মৌসুমের শুরুতে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। অথচ মশক নিধনে খুলনা সিটি কর্পোরেশনের কর্মতৎপরতা নগরবাসীকে রীতিমতো হতাশ করেছে। ফগার মেশিন দিয়ে সৃষ্ট ধোঁয়ার কুন্ডলীর ভেতরেই শত শত মশার জীবন্ত ওড়াওড়ি প্রমাণ করে দেয়, কেসিসির ছিটানো এই স্প্রে মশক নিধনে কেবল অকার্যকরই নয়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সততার ভয়াবহ ঘাটতিরও পরিচায়ক।

রবিবার (২৭ এপ্রিল) প্রদত্ত বিবৃতি বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, সংশ্লিষ্টদের উদাসিনতায় খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিক্সার ছড়াছড়ি চলছে। নিয়ন্ত্রণহীনভাবে এসব বাহন চলাচলের কারণে রাস্তায় বিশৃঙ্খল আবস্থা ও মোড়ে মোড়ে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে। বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

খুলনা মহানগরী এলাকায় প্রায় ২০ হাজার ইজিবাইক চলাচল করছে। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন ২ হাজার ইজিবাইক চলাচলের অনুমোদন দিয়েছিলেন। বাকি ইজিবাইকগুলোর নগরীতে চলাচলের কোন প্রকার বৈধতা নেই। নগরীতে লাইসেন্সকৃত রিক্সার সংখ্যা হচ্ছে ১৭ হাজার অথচ রিক্সা চলাচল করে ৩০ হাজারের অধিক। ইতোপূর্বে সিদ্ধান্ত হয়েছিল নগরীতে ৫ হাজারের বেশি ইজিবাইক চলাচল করতে পারবে না। সে অনুযায়ী সিটি কর্পোরেশন থেকে ওই ইজিবাইকগুলোকে হলুদ রং দিয়ে চিহ্নিত করে দেয়ার কথা ছিলো। অজ্ঞাত কারনে তা আর হয়নি। বিএনপি নেতৃবৃন্দ আরো বলেন, খুলনার বাসিন্দাদের দুর্ভোগের অপর নাম মহানগরীর অন্যতম প্রবেশদ্বার গল্লামারী সেতু। এই সেতুর কারণে নগরীতে প্রবেশ করতেই অসহনীয় যানজটের শিকার হতে হয়।

ময়ূর নদের ওপর সেতুটিতে ত্রুটি ও নতুন সেতু নির্মাণে ধীরগতিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দ্রুত ব্রিজ নির্মাণকাজ সম্পন্ন ও নির্মাণকাজে ত্রুটির সঙ্গে জড়িতদের বিচার দাবি করে বলেছেন, অবিলম্বে নগরীর সড়কগুলো মেরামত, ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহন, ইজিবাইক নিয়ন্ত্রন ও গল্লামারী সেতুর কাজ দ্রুত সম্পন্নের দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমূখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!