মহানবী (সা.)-র স্মৃতিবিজড়িত মদিনায় স্বর্ণ ও তামাখনির সন্ধান পেয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার এসব খনির সন্ধান পায় দেশটির কর্তৃপক্ষ। খবর আল আরাবিয়া নিউজের। সৌদি ভূতাত্ত্বিক জরিপ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, মদিনা অঞ্চলের আবা আল-রাহার সীমানার মধ্যে স্বর্ণ খনির সন্ধান পাওয়া গেছে।
এদিকে মদিনার আল-মাদিক এলাকায় চারটি স্থানে তামার খনি আবিষ্কার হয়েছে। এমন আবিষ্কারে স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। এটি জাতীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে বলেও আশা করা হচ্ছে।
এই সাইটে ৫৩৩ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া এর ফলে নতুন প্রায় ৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও মনে করা হচ্ছে।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ লক্ষ্যের অংশ হিসেবে সম্প্রসারণের জন্য চিহ্নিত খাতগুলোর মধ্যে একটি হলো খনি। গত জুনেই তিনি বলেছিলেন, গবেষণা ও উন্নয়নের জন্য জাতীয় অগ্রাধিকারে রয়েছে খনি সেক্টর।